
সাভারের বিকেএসপিতে ক্রিকেট ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়ে এবং রিং (স্টেন্ট) পরানো হয়। বর্তমানে তিনি একটি হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মাঠেই হার্ট অ্যাটাক, হাসপাতালে তামিম ইকবাল
জানা গেছে, তামিম দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। ঠিক কীভাবে দিনের শুরু থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটল, তা জানানো হয়েছে তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজে এডমিনের বরাতে প্রকাশিত একটি বিবৃতিতে। নিচে তা তুলে ধরা হলো—
হার্টে ব্লক তামিমের, পরানো হলো রিং
‘সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করেন তামিম। বিষয়টি সঙ্গে সঙ্গে দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রথমে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতামূলকভাবে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরে আসেন।’
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
‘পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। মোহামেডান ক্লাবের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে হেলিকপ্টার ব্যবস্থার পরিকল্পনা করা হয়, যেন দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়। তবে পরিস্থিতি জটিল হয়ে উঠলে আবারও তামিমকে নেওয়া হয় নিকটবর্তী কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে।’
তামিমের জন্য প্রার্থনায় শাহরুখ খানের নাইট রাইডার্স
‘সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে একটি ব্লক শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিওগ্রাম করে রিং পরানো হয়। এখন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) রয়েছেন।’
তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজরা
তামিম ইকবালের দ্রুত সুস্থতার জন্য দেশজুড়ে দোয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে তার জন্য প্রার্থনায় শামিল হওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
রার/সা.এ
সর্বশেষ খবর