
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ সুন্দরবনের পূর্ব চাদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলার বিল এলাকায় আগুনের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোমবার (২৪ মার্চ) বেলা ১২ টায় তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, বনবিভাগের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৬ টি ইউনিটের কর্মকর্তাবৃন্দ। ঘটনা
পরিদর্শন শেষে তিনি বলেন, অগ্নিকাণ্ড সংঘটিত অংশে ফায়ার লাইন দিয়ে আগুন ছড়ানো বন্ধ করা হয়েছে। তবে জোয়ারের সময় ছাড়া পানি না পাওয়ায় পানি ছিটাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে এবং বিকেলের জোয়ারে পানি পেলে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর