
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে মোজাম্মেল হোসেন (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত ৮ থেকে সাড়ে ১০ টার মধ্যে মোজাম্মল বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে কারণ জানা যায়নি।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর