
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার প্রধান সড়কে যানজট নিরসনে ফুটপাতের দোকান উচ্ছেদ, সিএনজি ও অটোগাড়ির স্টেশন স্থানান্তরে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৪ মার্চ) সকালে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বাজার ব্যবসায়িদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভূমি মেহেরুন্নাহার প্রধান সড়ক গুলো যানজট মুক্ত রাখতে অভিযান চালায়।
এসময় সড়কের উপর ফুটপাতে বসা অবৈধ দোকান উচ্ছেদ, পৌরসভার প্রধান সড়কের উপর ৫টি সিএনজি ও অটোগাড়ির স্টেশন স্থানান্তর করা হয়। এর আগে গত বৃহস্পতিবার যানজট নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সুশীল নেতৃবৃন্দ, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, ঈদে নির্বিঘ্নে যান চলাচল ও মানুষের ভোগান্তির কমাতে পৌরসভার প্রধান সড়ক গুলো যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। যানজট মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর