
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- মো. রায়হান (২৪), মো. নিলয় (১৯) (সিএনজি চালক), মো. মারুফ হোসেন (১৯) ও মো. আমিরুল (১৯)। তারা সকলেই ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত রোববার উপজেলার ভালুকজান গ্রামের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ফজলে এলাহী সাকিব পার্শ্ববর্তী কৈয়ারচালা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। তারাবিহ এর নামাজ পড়া শেষে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে কালাদহ পাকা রাস্তার পাশে বসে মোবাইলে কথা বলেন তিনি। এমন মুহূর্তে ছিনতাইকারীদের এ চক্রটি সিএনজি থেকে নেমে তার অ্যান্ড্রয়েড ফোনটি ছিনিয়ে নিতে ধস্তাধস্তি ও মারপিট করে ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনা পুলিশকে অবহিত করার পরপরই এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের নিয়ে আসামিদের পিছু ধাওয়া করেন। পরবর্তীতে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন হাতিমারা ইদু মার্কেট নামক এলাকা থেকে একটি সিএনজি ও ২টি ধারালো দাসহ ছিনতাইকারীদের আটক করেন। পরে তাদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ছিনতাইকারী মামলার প্রধান আসামি রায়হানের নামে একাধিক চুরির মামলা রয়েছে। আসামিদের সকালে আদালতে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর