
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন আগামীর বাংলাদেশে দলের নাম মার্কা দেখে ভোট দিবেন না। কোন লোকটা কেমন? কে কেমন কাজ করছে? কথার সাথে কাজের মিল কেমন? এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশের মানুষ বিভিন্ন দলের মার্কা দেখে ভোট দিবেন।
তিনি বলেন, এতদিন ধরে এই বাংলাদেশের গণমানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। যেমন নেতারা শুধু ভোটের আগের দিন ভোট চাইতে যায়, আর হাতে কিছু টাকা হাতে ধরিয়ে দেন। ভোট শেষ হওয়ার পরে একটা পিয়ন পদ একটা ভিজিডি কার্ড বয়স্ক ভাতার কার্ড সহ যে কোন কাজের জন্য জনপ্রতিনিধির কাছে গেলেই কাজ হওয়ার জন্য টাকার জন্য হাত পেতে বসে থাকেন। নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবেনা।
যে যেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষদের কাছ থেকে লুটপাট করবে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আর এই বাংলাদেশে নেওয়া যাবেনা। সারজিস বলেন এতদিন ধরে বাংলাদেশে যে সিস্টেমগুলো দেখেছি বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা মামলা, হয়রানি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে এনসিপি আগামী দিনে প্রতিবাদ জারি রাখবে। সেই সাথে যেখানেই এই অন্যায় দেখা যাবে সেখানেই এগুলোকে প্রতিহত করবো।
এনসিপির এই সংগঠক বলেন, আমরা কথা দিয়ে শুধু জনগণের সামনে উপস্থাপন করবো এমনটা নয়, এনসিপি কাজ করে দেখাতে চায় সেজন্য জনগণের কাছে কাজের সুযোগ চাই।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, বিগত ৫৪ বছরে আমরা অনেক সরকার দেখেছি অনেক সরকার প্রধান দেখেছি কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে শেষ পর্যন্ত প্রায় দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে পথসভায় এসব কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী সহ স্থানীয় জনতারা উপস্থিত ছিলেন।
এর আগে সারজিস রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর নেমে পঞ্চগড়ের উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জে আসেন। দেবীগঞ্জে পথসভা শেষে বাদ্যবাজনা সহ গাড়িবহর নিয়ে বোদা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেন। আজ পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা শেষে তার নিজ উপজেলা আটোয়ারিতে ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর