
রৌমারী উপজেলায় ১০৩ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার রৌমারী উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ১০৩ বোতল ফেনসিডিলসহ মোঃ রাকিব হোসেন (২৮) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ রাকিব হোসেন (২৮) পিতা মোঃ শহীদুল্লাহ, গ্রাম নরন্দী বড়বাড়ি, থানা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে সিএনজি স্ট্যান্ড থেকে ১০৩ বোতল ফেনসিডিলসহ ১জন কে আটক করা হয়।
এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, মাদক ব্যবসায়ীকে রৌমারী সিএনজি স্টান্ড থেকে আটক করে রৌমারী থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর