
জিপি স্টার গ্রাহকদের জন্য প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বিশেষ ইফতারের আয়োজন করেছে শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। এসব ইফতার মাহফিলে জিপি স্টার গ্রাহকদের সাথে গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।
খুলনায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে জিপি স্টার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের খুলনা অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আহসান হাবিব এবং কুমিল্লায় অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের সার্কেল বিজনেস হেড সামরিন বোখারী।
বগুড়ায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান এবং রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আতিকুল হোসেন।
এছাড়া সিলেটে অনুষ্ঠিত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম এবং সিলেট অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ তৌফিক জাহান।
গাজীপুরে আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ সিরাজ উদ্দিন লস্কর এবং রংপুরে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ আতিকুল হোসেন।
এ প্রসঙ্গে গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের সকল কার্যক্রমের কেন্দ্রে রয়েছেন গ্রাহক। আমাদের প্রতি আস্থাশীল গ্রাহকদের সম্মানে প্রতি বছরের মতো এবারও আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য জিপি স্টার গ্রাহক ও সম্মানিত অতিথিবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ।”
তিনি আরো বলেন, “গ্রাহকরা গ্রামীণফোনের ওপর যে আস্থা রেখেছেন সেই আস্থাকে আরো দৃঢ় করার জন্য আমরা আধুনিকায়ন অব্যহত রেখেছি, যাতে আমাদের গ্রাহকরা সবসময় বৈশ্বিক ও সর্বোত্তম মানের সেবা উপভোগ করতে পারেন।”
স্টার পার্টনার আউটলেটে বাড়তি ডিসকাউন্ট, ফ্রি সিম রিপ্লেসমেন্ট, পারসোনাল রিলেশনশিপ ম্যানেজার, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট, ১২১-এ জিরো সেকেন্ড ওয়েটিং টাইম, কলড্রপের ক্ষেত্রে একই এজেন্টের ইনস্ট্যান্ট কলব্যাক, অভিযোগ সমাধানে অগ্রাধিকার, এক্সক্লুসিভ ইভেন্টে আমন্ত্রণ উপভোগ করতে পারেন জিপি স্টার গ্রাহকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর