
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যায় শহিদদের স্মরণে তিতুমীর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কলেজের শিক্ষকরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।
আলোচনায় বক্তারা ২৫ মার্চের গণহত্যাকে বাঙালি জাতির ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, এ রাত শুধু শোকের নয়, এটি আমাদের স্বাধীনতার পথচলার কঠিন এক প্রেক্ষাপটও বটে। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের ভয়াবহতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি, যাতে তারা উজ্জীবিত হতে পারে এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং ২৫ মার্চের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর