
শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এরপর মুক্তিযুদ্ধ সংসদের পক্ষে জেলা প্রশাসক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, জেলা সিভিল সার্জন মোহাম্মদ শাহীন, শেরপুর পৌরসভার পক্ষে প্রশাসক এডিসি রাজীব উল আহসান, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শেরপুর চেম্বার অফ কমার্স এর সভাপতি মো. আরিফুর রহমান, মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নিয়ামুল হাসান আনন্দ, রোভার স্কাউটের মো. মুজিবুর রহমান সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর