
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাগেরহাটের বিচার বিভাগ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। বুধবার সকাল ৭টায় বাগেরহাট পৌরসভার দশানীস্থ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময় বাগেরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আশরাফুল ইসলাম উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান, সহকারী জজ মো: তুহিনুল ইসলাম ও মুহাম্মদ আলী তালহা। এছাড়াও, বাগেরহাট বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর