
খাগড়াছড়ির দ্বিতীয় বৃহত্তম বাজার দীঘিনালা বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রেস্তোরাঁ, মুদি দোকান, হার্ডওয়্যার, কুলিং কর্নার, কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান আগুনে পুড়েছে।
এর আগে গত ৭ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালার লারমা স্কোয়ার এলাকায় পুড়ে যায় ১২ দোকান।
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে তৃপ্তি রেস্তোরাঁর দিকে আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে চারপাশে। দোকানিরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়ায় আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সহযোগিতা চাওয়া হলে স্থানীয়রা যুক্ত হন আগুন নিভাতে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দীঘিনালা, খাগড়াছড়ি সদরসহ ৪টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর রাত সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বোয়ালখালী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, মধ্যরাতে অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। বারবার আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীরা ভেঙে পড়েছেন।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, 'রাত দেড়টার দিকে বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি।'
শাকিল/সাএ
সর্বশেষ খবর