
বরগুনা আমতলীতে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১১ টার পর থেকে ডাকাত আসার গুজবে আতঙ্কিত হয়ে পড়েন প্রায় পুরো উপজেলার হাজার হাজার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মসজিদের মাইকেও ডাকাত আসার খবর দেওয়া হয়। এরপর দিগ্বিদিক ছুটতে থাকেন সাধারণ মানুষ।
কেউ কেউ রাত জেগে নিজের জানমাল ও সম্পদের পাহারা দেন। তবে উপজেলার কোথাও ডাকাতি হয়েছে এমন খবর পাওয়া যায়নি।
একটি সূত্র জানিয়েছে, ডাকাতির আতঙ্ক প্রথমে পৌরসভার ফেরীঘাট মসজিদের মাইকিংয়ের মাধ্যমে উপজেলায় ছড়ায়।পরে ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে তা আমতলীসহ আশেপাশের আরও এলাকায় ছড়ায়।
উপজেলা পৌর বিএনপি ও যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির বলেন, ডাকাতির আতঙ্কে সারারাত ঘুমোতে পারিনি। ডাকাত আতঙ্কের ঘটনা সম্পূর্ণ গুজব।আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানুষের মাঝে ডাকাতির আতঙ্ক ছড়িয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ডাকাত আসার বিষয়টি সম্পূর্ণ গুজব। কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আমতলী থানা পুলিশ ডাকাতির আতঙ্কের বিষয়ে সচেতন আছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, গুজব রটনাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ইনশা আল্লাহ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর