
নীলফামারীর কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও পুস্প্যমাল্য অর্পণের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
স্থানীয় স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ প্রদর্শন শেষে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক সংগঠন নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এর আগে ২৫ মার্চ দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর