
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেন, তিস্তা নিয়ে ভারত আমাদের সাথে অনেক খেলেছে। কিন্তু আর না। ভারত তরুণদের বিরুদ্ধে সরাসরি খেলা শুরু করছে। আমাদের তরুণদের শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আর বাংলার মাটিতে দাদাগিরি চলবে না। তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশে আগামী দশ বছরের মধ্যে তরুণরা দেশ পরিচালনা করবে। এ দেশে আর কোন বৈষম্য থাকবে না। আধিপত্য গ্রুপিং নয়, আমরা নাগরিক অধিকারে দেশের জন্য কাজ করতে চাই। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা কেউ করলে তা প্রতিহত করা হবে। বাংলার মাটিতে ফ্যাসিস্ট চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজদের থাই নেই।
কিশোরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উত্তর অঞ্চলের কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন এর শুভাগমন উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলের কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু, জাতীয় নাগরিক কমিটির আব্দুল কাইয়ুম, ফরহাদ রেজা, জুলফিকার রহমান সৌরভ, রুমন রাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোর গঞ্জের জাহিদ হাসান, মোতালেব, প্রিন্স, প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর