
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখমের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে তার কাছ থেকে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি।
তার নাম নুরুল ইসলাম তালুকদার (৭০)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১নং ওয়ার্ড মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সরফভাটা মীরেরখীল বাজারের নিজ দোকানে ছিলেন। হঠাৎ একদল সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে দোকান থেকে বের করে প্রকাশ্যে বেধড়ক মারধর করে এবং কুপিয়ে জখম করে চলে যায়।
এমনকি তারা যাওয়ার পরও স্থানীয়রা দীর্ঘক্ষণ কাছে যায়নি। প্রায় আধাঘণ্টা সড়কে পড়ে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলো বলে শুনেছি।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকেই চরম আইনশৃঙ্খলার অবনতি হয়েছে রাঙ্গুনিয়া উপজেলায়। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘটছে নানা অরাজকতা। অশান্ত এক জনপদের নাম হয়ে দাঁড়িয়েছে রাঙ্গুনিয়া।
শাকিল/সাএ
সর্বশেষ খবর