
নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম খালে খননকার্য ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বুধবার (২৬ মার্চ) সকাল ১১টায় ছোট চৌগ্রাম বাজার এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে দেড়ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ১০নং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেকুজ্জামান রঞ্জু, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাদিরুল আনাম লেমন, ছোট চৌগ্রাম ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন শাহিন, কৃষক আজাদ, আবুল হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিংড়া উপজেলার চৌগ্রাম রাজবাড়ি বাঁকা দীঘির পার্শ্বে ব্রিজ থেকে ছোট চৌগ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া এ খালটি বারনই-আত্রাই নদীর সাথে সংযোগ সৃস্টি করেছে। এক সময় এই খাল দিয়ে নৌকায় বাণিজ্যিক মালামাল পরিবহণ করা হতো, প্রতি বছর ধুম করে আয়োজন করা হতো নৌকা বাইচের আনন্দে দিন কাটতো এই গ্রামবাসীর। কিন্তু প্রায় ৮ বছর ধরে অবৈধ দখল ও দূষণে খালটি এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে নিয়মিত পানি চলাচল, খাল দখল ও ব্রিজের দুপাশ বন্ধ করে খনন করা হয়েছে প্রায় ৮টি অবৈধ পুকুর।
বক্তারা আরো বলেন, একসময় ছোট চৌগ্রামের উৎপাদিত খাদ্যশস্য আনা-নেওয়া করা যেতো এ খাল ব্যবহার করে। এই গ্রামের মানুষের নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার হতো এই চৌগ্রাম রাজবাড়ি খাল। প্রভাবশালীদের দখলে এটি আজ মৃতপ্রায়। দখল-দূষণে অতিষ্ঠ গ্রামবাসী। তাই এই খাল দখলমুক্ত করে পুনরায় খনন করা হোক, যাতে অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে পানির অভাব না পড়ে।
খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবৈধ দখলমুক্ত ও খনন করে পানি চলাচল স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিসহ নাটোর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং বিএডিসি অফিসসহ সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান বক্তারা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর