
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন এলাকায় ঘুরে এমনই চিত্র দেখা যায়।
জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে সকাল থেকেই গণপরিবহন ও যাত্রীর ব্যাপক চাপ রয়েছে। থেমে থেমে চলছে পরিবহণ। এদিকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও পিকআপে বাড়ি যাচ্ছেন তারা।
জেলায় কিছু শিল্পকারখানা ছুটি হয়েছে। এদিকে সরকারি বেসরকারি অফিস আজ বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন।
ফলে মহাসড়কে যাত্রী ও গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে বলে জানান পুলিশ সদস্যরা। তবে যাত্রীরা নির্বিঘ্নে যেন বাড়ি যেতে পারে তার জন্য পুলিশের বাড়তি নজর দাড়ি রয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া চুরি ডাকাতি ছিনতাই বন্ধে মহাসড়কে পুলিশের মোবাইল পার্টি টহল জোরদার করা হয়েছে।
জামালপুরের ফিরোজ জানান, আমাদের গার্মেন্টস গতকাল ছুটি হয়ে যাওয়ায় পরিবার নিয়ে ভোগান্তির আগেই চলে যাচ্ছি,গাড়ির কিছু টা চাপ আছে তবে সব কারখানা ছুটি না হওয়ায় যাত্রীর চাপ তেমন নাই, ময়মনসিংহ যাবো ভাড়া ডাবলের চেয়ে অধিক চাচ্ছে,, প্রশাসনের নজর না থাকলে বাড়ি ফেরা মানুষ ভাড়ার ভোগান্তিতে পড়তে হবে।
নড়াইলের জসিম জানান, ছুটি পেয়ে আগেই চলে যাচ্ছি, ভাড়া বেশী চাচ্ছে বেতন পাই আর কত বাড়িতে যাওয়া আসায় সব চলে যায়, ভাড়ার বিষয় টা সরকার নির্ধারণ করে দিলে,আমরা অধিক ভাড়া দেয়া থেকে রেহাই পেতাম।
সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের পুলিশ থাকবে, যাতে যানজট না লাগে, ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে বাড়িতে পৌঁছতে পারে সেই লক্ষ্যে হাইওয়ে পুলিশ কাজ করছে। তাছাড়া ঈদকে পুঁজি করে বেশী বাড়া নেয়ার অভিযোগ পেলে ঐ পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চুরি, ছিনতাই যেন না হয় আমাদের সেই দিকেও নজর আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর