
নড়াইলের লোহাগড়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশ মোল্যা (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ২টা ৩৫ মিনিটের দিকে লোহাগড়া থানার কালনা এলাকার পৌরগেট শামীম এন্টার প্রাইজ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর গ্রামের ইলিয়াস মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুস সালাম ও এএসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার কালনা এলাকার পৌরগেট শামীম এন্টার প্রাইজ মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে পলাশ মোল্যাকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, ‘এ সংক্রান্ত লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর