
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে নাদিয়া খাতুন নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়া ওই গ্রামের নূর হোসেনের কন্যা।
পারিবারিক সূত্র জানায়, বাড়িতে থাকা সেচ পাম্পে মায়ের সাথে গোসল শেষে খেলা করছিল শিশু নাদিয়া। একপর্যায়ে আনুমানিক বেলা একটার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায় সে।
এদিকে, বেশকিছু সময় নাদিয়াকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর