
শেরপুরের নালিতাবাড়ীতে অজ্ঞাত পুরুষ (৫৫) বছর বয়সী এক পাগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত ওই অজ্ঞাত পাগলটিকে বিভিন্নস্থানে ঘুরাফেরা করতে দেখা যায়। বুধবার বিকেল ৩টার দিকে নন্নী উত্তরবন্দ এলাকার ফজল হকের দোকানের সামনে এসে পাগলটি কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে কান্নারত অবস্থায় অচেতন হয়ে মৃত্যুবরণ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অজ্ঞাত ওই পাগলটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসাথে পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর