
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হয়েছেন এ শিয়ান টেলিভিশন ও বিডি২৪ লাইভের আখাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আবির, সাধারণ সম্পাদক হয়েছেন (জি টি ভির) আখাউড়া উপজেলা প্রতিনিধি জুনাইদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন বার্তা বাজারের আখাউড়া উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নতুন কমিটির সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন।
২ বছর মেয়াদী এ কার্যকরী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবির উদ্দিন (দৈনিক ই নকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন (দৈনিক জ নবাণী), কোষাধ্যক্ষ সাজিদুল ইসলাম রিয়াদ (দৈনিক সমা জকন্ঠ), দপ্তর সম্পাদক মো: শাহাবুদ্দিন রিফাত (দৈনিক বাং লাদেশের আলো), আল-আমীন প্রচার ও প্রকাশনা সম্পাদক (দৈ নিক ঢাকা প্রতিদিন)।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক ইস্টার্ন মিডিয়ার স্টাফ রিপোর্টার ও প্রাণের আখাউড়া টিভির মেহেদী রহমান মোল্লা।
কার্যকরী সদস্যবৃন্দ হলেন- মো: জুয়েল মিয়া (বা ণিজ্য প্রতিদিন), রুবেল আহমেদ (দৈনিক কা লবেলা), মোহাম্মদ ইসমাইল হোসেন আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি দৈনিক জনবানী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর