
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, আবাসিক হল, প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিন, বাকৃবি শাখা ছাত্রদলের দুটি গ্রুপ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এক পক্ষের নেতৃত্ব দেন ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এবং সদস্য সচিব মো. শফিকুল ইসলাম।
অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তুষার ও ছাত্রদল নেতা মিরাজের নেতৃত্বে অপর একটি দল শ্রদ্ধা নিবেদন করে। তুষার ও মিরাজের সঙ্গে ছাত্রদল নেতা শাহীন, পলাশ, ফুয়াদ, সজীব, মাঈন, সাজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “স্বাধীনতা আমাদের গর্ব ও আত্মপরিচয়ের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি।
কিন্তু এই অর্জন শুধু উদ্যাপনের জন্য নয়, এটিকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। সততা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করতে হবে।”
অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার বলেন, “আমরা যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ২০২৪ সালের জুলাই বিপ্লবে সক্রিয় ছিলাম, তারা এখন ৭১-এর সেই ভয়াবহ সময়কে হৃদয় দিয়ে অনুভব করতে পারছি।
আমরা ১৯৭১ ও ২০২৪-এর সব শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং বৈষম্যহীন, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর