
চোটে না পড়লে সতীর্থদের সঙ্গে মনুমেন্তালে জয়োৎসব করতেন লিওনেল মেসি। সেই সুযোগ না হলেও নিজের দেওয়া কথা রেখেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার সময়ই সতীর্থদের জানিয়েছিলেন, ভক্ত হিসেবে দলকে সমর্থন দেবেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই সমর্থন ঘরে বসে দিয়েছেন মেসি।
বাকোবাক্সে সতীর্থদের গোল ও জয় দেখে হাততালি দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে সতীর্থদের অভিনন্দনও জানিয়েছেন ইন্টার মায়ামির প্লে-মেকার। ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়াকে যেন জবাবটাও দিলেন তিনি।
ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুংকার ছুরেছিলেন রাফিনিয়া।
কিন্তু শেষে নিজেরাই উড়ে গেছেন। মেসি অবশ্য রাফিনিয়ার নাম ধরে না বললেও জবাবটা যে বার্সেলোনার ফরোয়ার্ডকেই দিয়েছেন তার কথায় তেমনিই ইঙ্গিত পাওয়া যায়। জয়ের পর তাই ৩৭ বছর বয়সী মেসি লিখেছেন, ‘মাঠে, মাঠের বাইরে যেখানেই হোক না কেন, এটাই জাতীয় দলের চিত্র। সব সময় মাঠের খেলা দিয়েই জবাব দিই।
গতকালের (আজ) এবং উরুগুয়ের বিপক্ষে পাওয়া দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন।’
মেসি নাম ধরে না বললেও এনজো ফার্নান্দেজ সরাসরি রাফিনিয়ার নাম ধরে তাকে বিনয়ী হতে বলেছেন। দলের দ্বিতীয় গোলদাতা ও এক গোলের সহায়তাকারী চেলসি মিডফিল্ডার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘পরেরবার বিনয়ী থেকো রাফিনিয়া।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর