
দলে নেই নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন। তার অনুপস্থিতিতে রিয়ান পরাগের হাতে আর্মব্যান্ড তুলে দিয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস। ডানহাতি এই ব্যাটার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়ে এসে প্রথম দুই ম্যাচেই দেখলেন হারের মুখ। সেইসঙ্গে রাজস্থান রয়্যালসের অধিনায়কের তালিকায় বিব্রতকর এক রেকর্ডও নিজের ঝুলিতে পুরেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
২০০৮ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজির প্রথম অধিনায়ক হিসেবে শুরুর দুই ম্যাচই হারলেন রিয়ান পরাগ। এর আগে আর কোনো অধিনায়ক রাজস্থানের জার্সিতে প্রথম দুই ম্যাচে হারেননি। রাজস্থানের অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে দুই জয় পেয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং স্টিভেন স্মিথ। ১ জয় এবং ১ হার আছে আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন, শেন ওয়ার্ন এবং শেন ওয়াটসনের।
আইপিএলের ১৮তম আসরে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রাজস্থান। কিন্তু হায়দরাবাদের দেওয়া ২৮৭ রানের বিশাল লক্ষ্য পেরোতে পারেনি পরাগের দল, হেরে গেছে ৪৪ রানে। রাজস্থানের পরের হার কলকাতা নাইট রাইডার্সের কাছে। তাদের ১৫১ রানের মামুলি সংগ্রহ মাত্র ২ উইকেট হারিয়ে কলকাতা ম্যাচ জিতেছে ১৫ বল হাতে রেখে।
নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন পুরো ফিট হয়ে মাঠে নামার আগে আরও একও ম্যাচে অধিনায়ক থাকছেন রিয়ান পরাগ। স্যামসন আপাতত খেলছেন কেবল ব্যাটার হিসেবে। ইম্প্যাক্ট সাবস্টিটিউট নিয়মে ওপেনিং করছেন তিনি। তবে নিজেদের চতুর্থ ম্যাচ থেকে স্যামসনকে উইকেটের পেছনে দেখা যাবে। ফলে অধিনায়কের শেষ ম্যাচে পরাগ দলকে জয় এনে দিতে পারেন কি না সেটিই দেখার বিষয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর