
অনেকটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তামিম ইকবাল। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে হার্ট স্ট্রোক করেন তিনি। এরপর দ্রুতই নিকটস্থ কেপিজে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তামিমের হার্টে রিং পরানো হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
তামিম পুরোপুরি সুস্থ হলে কি আবারও বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে? খান সাহেবের ভক্তদের মনে এই প্রশ্নটিই সবচেয়ে বেশি উঁকি দিচ্ছে। এজন্য অবশ্য ৩ মাস অপেক্ষা করতে বলেছেন তার চিকিৎসকরা। তবে তামিম যেভাবে সুস্থ হয়ে উঠছেন, তাতে দ্রুত এই অভিজ্ঞ ক্রিকেটারের মাঠে ফেরার আশা দেখছেন তার চাচা আকরাম খান।
বুধবার (২৬ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, 'সে এক মাস পর স্বাভাবিক হয়ে যাবে। এমনকি এখনো স্বাভাবিক আছে। ডাক্তার আমাকে বলেছেন, এক মাস পর সাধারণ জীবনযাপনে চলে আসতে পারবে। আমার মনে হয় না ওর কোনো (খেলতে) সমস্যা হবে।'
তামিমের হার্ট অ্যাটাকের পেছনে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) বড় কারণ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাই তার ক্রিকেটে ফেরার ব্যাপারে পরামর্শও দিয়েছেন আকরাম, 'জীবনযাপনের ধরন একটু বদলাতে হবে। জীবনযাপনের ধরন ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। ওর সেই সক্ষমতা আছে; যে মানসিক শক্তি আছে তাতে আমার মনে হয় সে এটা খুব সহজে করতে পারবে।'
তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, এখন এভারকেয়ার হাসপাতালে আছে। ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। যে অবস্থায় আছে, এমন যদি থাকে তাহলে দুই-তিন দিন পর ওকে আমরা বাসায় নিয়ে যেতে পারব। এখন আমরা পারিবারিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব বিদেশে নিব কি না। বাড়তি চিন্তা রাখতে চাচ্ছি না।
তামিমকে সাভার থেকে তড়িঘড়ি করে ঢাকায় নেওয়ার কারণও খোলাসা করেছেন তিনি, 'আমি কাউকে ছোট করতে চাই না। তবে আরো ভালো চিকিৎসা এবং আরো কিছু সুযোগ-সুবিধার জন্য আনা হয়েছে। ওখানে অনেকেই যাচ্ছিল, ট্রাফিকের যে অবস্থা, সঙ্গে রমজান মাস—এসব বিবেচনা করে পারিবারিক সিদ্ধান্তে আমরা ঢাকায় এনেছি। এতে ডাক্তারদের পরামর্শ নেওয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর