
ইউসেপ অ্যাসোসিয়েটস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ইউএএমসিএসএল) আয়োজনে গত ২০ মার্চ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে পারভীন মাহমুদ, এফসিএ সমিতির সভাপতি হিসাবে আগামী তিন বছরের জন্য নিযুক্ত হন।
পারভীন মাহমুদ, এফসিএ ২০০৪ সাল থেকে ইউসেপ বাংলাদেশের সকল কার্যক্রমের সাথে জড়িত। তিনি ২০১৯-২০২২ সাল পর্যন্ত ইউসেপ বোর্ড অব গভর্নরস এর পঞ্চদশ চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ইউসেপ অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত ইউসেপ বাংলাদেশের বোর্ড অফ গভর্নরসের ভাইস-চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন।
পারভীন মাহমুদ এফসিএ, সামাজিক উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং পেশাদার অ্যাকাউন্টিং ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ২০১১ সালে ICAB এর প্রথম মহিলা সভাপতি ছিলেন। বর্তমানে তিনি কাউন্সিলে তার তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি সার্কের শীর্ষ অ্যাকাউন্টিং পেশাদার সংস্থা সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (SAFA) এর প্রথম মহিলা বোর্ড সদস্যও ছিলেন।
তিনি সিএ ফিমেল ফোরাম-উইমেন ইন লিডারশিপ কমিটি, আইসিএবি-এর চেয়ারপারসন এবং সাফার উইমেন ইন লিডারশিপ কমিটির ভাইস চেয়ারপারসন। তিনি অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্বরত আছেন।
পারভীন মাহমুদ এফসিএ ২০১৮ সালে আরটিভি থেকে “জয়া আলোকিত নারী” পুরস্কার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) থেকে “উইমেন অ্যাট ওয়ার্ক” পুরস্কার ২০১৭ এবং বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড) থেকে “উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০১৭” পেয়েছেন।
এছাড়া, ২০০৬ সালে নরীকণ্ঠ ফাউন্ডেশন থেকে “বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড” লাভ করেছেন, যা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর