
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ১৬টি বড় ও ১৪টি ছোট স্বর্নেরবার জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে ভারতে পাচারের সময় ওই স্বপ্নসহ আটক করে একজনকে।
জব্দকৃত স্বর্ণেরবারের ওজন ৩ কেজি ৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা। আটককৃত ব্যক্তি হলেন দর্শনার ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. আফসার আলী (২৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ভারতের প্রাক্কালে স্বর্ণ পাচার হবে। ওই সময় সুলতানপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এরপর বিজিবির টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুল সংলগ্ন পাকা রাস্তার পাশে অ্যাম্বুশ করে।
ওই সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি আটক করে। আটককৃত ব্যক্তির কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্টের মধ্যে পাওয়া যায় ৩ কেজি ৬ গ্রাম ওজনের ১৬ টি বড় ও ছোট ১৪ টি স্বর্ণেরবার গুলা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দর্শনা সীমান্ত থেকে স্বর্ণেরবার জব্দসহ একজনকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর