
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ক্যাম্পাস কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে 'ঈদ উপহার সামগ্রী প্রদান' অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রায় ১২০ জন ক্যাম্পাস কর্মচারীর হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মু. মাহমুদুল হাসান ও অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘পবিত্র রমজান মাস শেষে একরাশ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে ঈদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস আত্মসংযম, ত্যাগ ও ইবাদতের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি।
ছাত্রশিবির প্রতিবছরই বিভিন্ন স্তরের জনসাধারণের মধ্যে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করে, যার মূল উদ্দেশ্য হলো সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদ আনন্দে মেতে উঠি এবং একই সাথে সমাজের অবহেলিত মানুষগুলোর প্রতি আমাদের সহানুভূতির হাত বাড়িয়ে দিই
তিনি আরো বলেন, ‘বিশেষ করে ক্যাম্পাসের বিভিন্ন কর্মচারীরা, যারা প্রতিদিন শিক্ষার্থীদের জন্য নিরলস পরিশ্রম করেন—তাদের জন্য এই আয়োজন। সবার মুখে হাসি ফোটানোর মাধ্যমে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই আমাদের এই প্রচেষ্টা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর