
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় মুরগির খামারিসহ দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘঠনাস্থলে একজন জানান,বিকট শব্দ পাই দৌড়ে এসে দেখি মুরগির গাড়ি ধুমরে মুচড়ে গেছে। পাশে দুইজন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে কিসের সাথে সংঘর্ষ হলো তা দেখতে পাইনি।
সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, ‘চালক ও মুরগির খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে পিকআপ ভ্যান চালক-খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন।’
তিনি আরও জানান, অজ্ঞাত গাড়ি আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর