
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৪ ঘটিকায় ঢাকার প্রাণকেন্দ্র আরামবাগ মতিঝিলে অফিস কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব মো: মুক্তার আহমেদ। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ জুবায়েরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক একুশের বাণীর সম্পাদক আশরাফ সরকার।
অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো: জহির আলম সিকদার -সম্পাদক দৈনিক তথ্য অনুসন্ধান, সিনিয়র সাংবাদিক সাইফুল আলম সরকার, নকি টিভির স্টাফ রিপোর্টার আব্দুস সালাম, কাইয়ুম হোসেন সহ আরো অনেকে। সংস্থার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: ইসরাফিল হোসেন, যুগ্ন মহাসচিব মাসুদুন নবী নুহু, নগর বিষয়ক সম্পাদক শেখ আলী আব্বাস, মানবাধিকার বিষয়ক সচিব সাফকাত উল ইসলাম চৌধুরী, পরিবেশ বিষয়ক সচিব রাইয়ান ইসলাম শান্ত, সদস্য সচিব সাব্বির আহমেদ, কার্যকরী কমিটির সদস্য মোঃ মোশারফ হোসেন, শরীয়তপুর জেলা কমিটির সদস্য ইলিয়াস কাঞ্চন সহ আরো প্রমুখ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মিজানুর রহমান মিলন।
বক্তারা তাদের বক্তৃতায় বলেন রমজান মাস হল আল্লাহতালার নেয়ামতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা পরনিন্দা গীবত শেকায়েত ভুলে গিয়ে আল্লাহর আরাধনায় মশগুল হই এবং নিজের গুনাহ মাফ করিয়া আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি।
পরিশেষে অনুষ্ঠানটি সভাপতির বক্তব্যে সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো : মুক্তার আহমেদ বলেন, সংযমের মাসে আমাদের সংযত হয়ে চলতে হবে এবং আল্লাহর দেওয়া বিধি নির্দেশ মেনে নিজের জীবন পরিচালনা করতে হবে। তাহলেই আমাদের আমাদের মাঝে সুখ শান্তি বিরাজ করবে।
পরক্ষণেই তিনি বলেন দেশে এখন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে প্রশাসন ঠিকভাবে তার দায়িত্ব পালন করছেন না। তাই দেশের বিভিন্ন জায়গায় হাইজ্যাক, ছিনতাই, রাহাজানি, অপহরণ, ডাকাতি, মুক্তিপণ, ধর্ষণ, কালোবাজারি, ক্রমান্বয় চলছেই। আজ মানুষ দিশেহারা হয়ে পড়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, শত শত গার্মেন্টস বন্ধ হওয়ার পথে। বাংলার অফিস আদালত কল কারখানা মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করেন ওরা চাকরিতে যেতে চায় না। কেননা কোনো নিরাপত্তা নেই। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
সুতরাং এই সমস্ত সংকটের হাত থেকে বাঁচতে হলে প্রয়োজন আইন ব্যবস্থা হার্ড লাইনে নেওয়া প্রয়োজন। বর্তমান দেশের মানুষকে নিরাপত্তা দিতে হলে সর্বপ্রথম দুর্নীতি নির্মূল করতে হবে। সুশাসন বাস্তবায়ন করতে হবে। সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করতে হবে। সাংবাদিক মহল কে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দেশের রাজনীতিবিদদেরকে সুস্থধারা রাজনীতি করতে হবে। তাহলে দেশে শান্তি ও নিরাপত্তা আসার সম্ভাবনা থাকবে। আসুন আমারা বিদ্বেষ বর্জন করি। দেশ আমার, আমি দেশের। জনগণ আমার, আমি জনগণের। এই স্লোগানকে সামনে রেখে দেশ এবং জাতিকে মায়ের মত ভালোবাসার জন্য আহবান জানান। সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচি মুক্তার আহমেদ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুদুন নবী নুহু। তিনি বিশেষ করে সংস্থার অর্থ সচিব মরহুম শাহজাহান মোল্লার জন্য দোয়া করেন এবং সৃষ্টি কুলের সকল জ্বীন ও ইনসানের কামিয়াবির জন্য দোয়া করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর