
কুমিল্লার হোমনায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে হোমনা - গৌরিপুর সড়কের হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি গ্যারেজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পৌরসভার গোয়ারীভাঙ্গা গ্রামের মো. আমির হোসেনের ছেলে ও হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ছেলের আকস্মিক মৃত্যুতে তার মায়ের কান্নার আহাজারি ও তার বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন। তার এ মৃত্যুতে এলাকা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে সকাল ১১ টার দিকে বাই সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বাঞ্ছারামপুর থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাৎক্ষণিক আহত অবস্থায় হোমনা হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবদুছ সালাম সিকদার বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়। হোমনা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর