
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এর আগে ভর্তির জন্য সকল আসন পূর্ণ করে শিক্ষার্থীদের চূড়ান্ত বিষয় বরাদ্দ আগামী জুনে তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ক্লাশ শুরুর পর মাইগ্রেশনের মাধ্যমে বিষয় পরিবর্তন বা নতুনভাবে কোন বিষয় বরাদ্দ প্রদান করা সম্ভব নয়। তাই শিক্ষার্থী বিভাগ/ইনস্টিটিউটে সশরীরে হাজির হওয়ার পূর্বেই কয়েকটি ধাপে তার বিষয় বরাদ্দ/মাইগ্রেশন সম্পন্ন করে চূড়ান্তভাবে বিষয় বরাদ্দ করা হবে।
সেই সঙ্গে আগামী ২২ থেকে ২৬ জুন ২০২৫ তারিখের মধ্যে বরাদ্দপ্রাপ্ত বিষয়সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে সশরীরে হাজির হয়ে ভর্তির আবেদন করতে হবে। তবে, নিজ অথবা পরিবারের কারও অসুস্থতাজনিত কারণে, দেশের বাইরে অবস্থানজনিত কারণে বা এরূপ কোনও যৌক্তিক কারণে (প্রমাণাদি জমা দিতে হবে) বিলম্বে ভর্তির ক্ষেত্রে ৩১ জুলাই তারিখের মধ্যে শিক্ষার্থীকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির ব্যবসায় শিক্ষা ইউনিট ব্যতীত সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এদিকে ২৫ মার্চ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তাদের বিস্তারিত তথ্যের ফরম পূরণ ও ভর্তিতে ইচ্ছুক বিষয়ের পছন্দক্রম ১৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে প্রদান করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর