
চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শুক্রবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের জেলার সর্বোচ্চ তাপমাত্রা।
সকাল থেকে রোদের তাপ ছিল তীব্র। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। বেলা ১২টায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রিতে উঠে আসে। সকাল থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় তীব্র গরম অনুভূত হতে থাকে। তীব্র গরমের মধ্যে ঈদের কেনাকাটা করতে কষ্ট পোহাতে হয় সকলকেই। দুপুরের দিকে তীব্র রোদের কারণে শহরে মানুষের উপস্থিতি কম দেখা গেছে। তপ্ত রোদের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছে রোজাদাররা। অনেকেই রোদ থেকে বাঁচতে ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নিতে দেখা গেছে। তীব্র রোদের কারণে ভ্যান চালক ও রিকশা চালকরা যাত্রী না পেয়ে অলস সময় কাটিয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, গতবছরের মার্চ মাসে এই তাপমাত্রা ছিল। এবার হঠাৎ করে তাপমাত্রা বেশি উঠে গেল। এই মাসের মাঝামাঝি সময় থেকে তাপমাত্রা বেড়ে যাওয়া শুরু হলো। আর এখন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনের দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর