
যানজট নিরসনে জয়পুরহাট পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে শুক্রবার (২৮ মার্চ) অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করা দোকান বসানো এবং মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এরকম আইন অমান্যকারীদের ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা শহরের আমতলী থেকে পাচুর মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকার পরেও ওই সব অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নেয়। ফুটপাতে অবৈধ ভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলার পরও এক ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, জন সাধারণের চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি:) আব্দুল্লাহ আল-মামুন, মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর