
কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাবা। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী বাইপাস গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তার তিন বছরের শিশু আহনাফ ইব্রাহিম (৩) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বগুড়ায় একটি ফিড কোম্পানিতে কর্মরত আব্দুল কাদের ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেল যোগে ভোরে নিজ জেলা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন স্ত্রী ইতি খাতুন (৩০) ও ছেলে আহনাফ ইব্রাহিম (৩) কে সাথে নিয়ে। সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ত্রিমোহনী এলাকায় বাইপাস সড়কের প্রবেশ মুখে একই দিক থেকে ছেড়ে আসা একটি সবজি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দেয়।
এতে সড়কে ছিটকে পড়ে আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন ও ৩ বছরের ছেলে আহনাফ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি সৈয়দ আল মামুন জানান, কুষ্টিয়া বাইপাস সড়কে সবজি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন।
এ ঘটনায় আব্দুল কাদের নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর