
বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার (৩১) ও যুগ্ম আহবায়ক লিটন খন্দকার (৪০)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।স্বেচ্ছাসেবক দলের পটুয়াখালীর দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রেস বিজ্ঞপ্তিটি সাংবাদিকদের কাছে পৌঁছানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার ও যুগ্ম আহবায়ক লিটন খন্দকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে তাদের সাথে দলীয় নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
উল্লেখ্য, আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিমন সিকদার ও যুগ্ম আহবায়ক লিটন খন্দকারকে বুধবার দুপুরে একটি পেট্রোলবাহী লরি থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এঘটনায় ওই দিন রাতে সৌরভ বশার নামের এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলা করেন।
এঘটনা ওই দিন রাতে দৈনিক আমাদের মাতৃভূমি সহ কয়েকটি অনলাইন সংস্করণে প্রকাশিত হলে বিএনপির হাই কমান্ডের নির্দেশে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর