
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন মহাস্থান যাদুঘরের কর্মচারী। এ অভিযোগ করেছেন কাস্টোডিয়ান, মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের রাজিয়া সুলতানা।
অভিযোগ থেকে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর খোলা রাখেন কাস্টোডিয়ান রাজিয়া সুলাতানা।
গত মঙ্গলবার জাদুঘর, জাহাজ ঘাটা ও গোবিন্দভিটা প্রত্নস্থল যথা সময়ে খোলা ছিল। এরপর যথা সময়ে বন্ধ হয়। জাহাজ ঘাটা বন্ধ হওয়ার ৩০ মিনিট পর বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পরিচয়ে বিকেল ৫টার দিকে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জাহাজ ঘাটার মূল ফটকে আসেন।
জোর করে গেটে গেটের তালা খুলতে বলেন। তাদের মধ্যে একজন আমাকে ফোন করে ও জাহাজ ঘাটা প্রবেশের অনুমতি চান। জাদুঘর থেকে জাহাজ ঘাটা একটু দূরে হওয়ায় চাবি নিয়ে যেতে ৫ মিনিটের মতো সময় অতিবাহিত হয়।
পরে তালা খুলে দেয়ার পর তারা ভিতরে প্রবেশ করে জাহাজ ঘাটার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বারি মিয়াকে এলোপাথাড়ি মারধর করে জখম করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দ্রুত সময়ে স্থান ত্যাগ করে এবং মোবাইলে আমাকে সহ মহাস্থান জাদুঘর কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণকে চাকুরিচ্যুত করাসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
এদিকে, কাস্টোডিয়ান রাজিয়া সুলতানার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর