
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ইউনিয়নের সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে কলিমহর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম (মুরাদ মিয়া)'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মো: আশরাফুল ইসলাম মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপি'র অন্যতম নেতা কলিমহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম টিপু, পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী, বিএনপি নেতা নাজমুল হুদা, কলিমহর ইউনিয়ন যুবদল নেতা মো: ইমরান হোসেন, যুবদল নেতা মো: মনোয়ার হোসেন, কলিমহর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: সেলিম মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা শহিদ সরদার, যুবদল নেতা খলিলুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম বিদু, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজ,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ সহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: শহিদুল ইসলাম শহিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে একসাথে কাজ করতে হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর