
ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগ তুলে সাজাহান মিন্টিজ নামের এক যুবকের গণধোলাই দিয়ে চোখ উৎপাদনের ঘটনায় মো.সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এঘটনায় গত ৮ মার্চ ভুক্তভোগী মিন্টিজের মা নুরভানু বাদী হয়ে এজাহার নামীয় ৭ জন ও অজ্ঞাত ৫ জনকে আসামী করে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের খবরে অভিযুক্ত মূলহোতা সাকিবসহ আসামীরা পালিয়ে থাকার পর শুক্রবার সকালে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের পাঙ্গাসিয়া লঞ্চঘাট থেকে র্যাব-৮ এর একটি দল তাকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করেছে বলে দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাকিব নজরুল নগর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনের ছেলে।
জানা যায়, গত ২ মার্চ নজরুল নগর ইউনিয়নের চরকলমী গ্রামে সাজাহান মিন্টিজ নামের এক যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও নজরুল নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা লোকমান হোসেনের ছেলে ছাত্রদল নেতা মো. সাকিব ও চরকলমী ইউনিয়নের বিএনপির ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি পল্লি চিকিৎসক জাহাঙ্গীরসহ তাদের দলবলরা তাকে ধাওয়া করে প্রতিবেশী জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করেন। পরে ওই যুবককে স্থানীয় বারেক ফরাজী বাড়ির পুকুর পাড়ে নিয়ে গণধোলাই দিয়ে হাত-পা ভেঙ্গে দেয় এবং দু’টি চোখ তুলে দিয়ে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়। ওইদিনই স্থানীয় গ্রাম পুলিশ মো.সোরহাব হোসেনসহ তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান। পরে চরফ্যাশন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, মামলা দায়েরের পর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। আসামীরা পলাতক থাকার পর মূল আসামী সাকিবকে র্যাব গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর