
নড়াইলে ব্যাটারি চালিত ভ্যান চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এসময় ব্যাটারি চালিত একটি চোরাই ভ্যান ও ২টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) লম্বা ১৪ ইঞ্চি উদ্ধার করা হয়। আজ শুক্রবার (২৮ মার্চ) নড়াইল সদর থানার উজিরপুর (কাড়ারবিল) বটতলা পাঁকা রাস্তার উপর হতে চোরাই ব্যাটারিচালিত ভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন- মো. বাবুল শেখ (৫০) লোহাগড়া থানার কোটাকল গ্রামের মো. ইমান শেখের ছেলে, মো. রাজু মোল্যা (৩০) লোহাগড়া থানার নওয়াপাড়া গ্রামের মো. আকবর মোল্যার ছেলে, মো. ইমরুল মোল্যা (৩৬) নড়াইল সদর থানার কাগজিপাড়া গ্রামের মো. রহিম মোল্যার ছেলে ও কাজী নাঈম (২৫) নড়াইল সদর থানার ধোন্দা গ্রামের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মো. টিটু আলী ও এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ শুক্রবার সকাল ১০টা ৫৫মিনিটের দিকে নড়াইল সদর থানা পৌরসভার ৮নং ওয়ার্ড ধোপাখোলা হতে গোবরাগামী উজিরপুর (কাড়ারবিল) বটতলা পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই ভ্যান ও ২টি তালা কাটার যন্ত্র (বোল্ড কাটার) জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন,‘এ সংক্রান্ত নড়াইল সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর