
জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড পুরাতন ব্রহ্মপুত্র নদের বালিঘাট থেকে ইজারার নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমাদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,এডভোকেট মোতাকাব্বীর হোসেন রুবেল, শ্রমিক নেতা হান্নান শেখ, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ ও ছাত্রদলনেতা রাজন।
বক্তারা বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের ১২টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস আওয়ামী লীগ নেতার যোগসাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বালিঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাজমুল nহাসান সোহেল এর নেতৃত্বে জেলা বিএনপির সদস্য শামীম মাস্টার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল, কোশাধ্যক্ষ রুবেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সুমন সহ ৩০/৪০ জন চিহ্নিত সন্ত্রাসীরা এলাকাবাসীর ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হন।
ইজারার নামে উত্তোলিত ৩৫ লাখ টাকা অভিযুক্তরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী৷ ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী।
জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে এলাকাবাসীর করা অভিযোগ সঠিক না। তিনি বলেন, বালিঘাটে উত্তোলিত টাকার ৫০% আওয়ামী লীগ নেতা বাহার হাজি এবং বাকি ৫০% বিএনপির নেতা-কর্মীর মাঝে বণ্টন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ৩৫ লাখ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা ২৫ লাখ টাকা বণ্টনের কথা নিশ্চিত করেছেন
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর