
জিয়া সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুল ইসলাম রাজা বলেছেন, পাবনা-৩ এলাকায় কোন কোন নেতা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি করছে আপনারা জানেন।
তাই অনুরোধ করবো- আপনারা তাদের লাল কার্ড দেখিয়ে না বলে দেন৷ কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পেশি শক্তি কখনও চাটমোহরের কল্যাণ বয়ে আনতে পারে না। তাই সৎ যোগ্য অপেক্ষাকৃত ভাল মানুষকে আগামী নির্বাচনের জন্য বেছে নেন। তাদের পাশে দাঁড়ান। তিনি সকল অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
শুক্রবার (২৮ মার্চ) পাবনার চাটমোহর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হাসানুল ইসলাম রাজা আরো বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন চক্রান্ত চলছে। সেই চক্রান্ত মোকাবেলায় বিএনপির সর্বস্তরের নেতাকের্মীকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আমাদের অনেক কড়া মূল্য দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, অধ্যক্ষ অ্যাসোসিয়েশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি ও চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি
সুশান্ত রায়, চাটমোহর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, চাটমেহর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উদ্দিন মোল্লা প্রমুখ।
শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু ও বিএনপি নেতা জহুরুল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর