
মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান সিন্ডিকেট করে মেহেরপুর যুব দলকে নষ্ট করার পাইতারা করছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান এই কথা বলেন।
তিনি বলেন, মেহেরপুর জেলা যুবদলকে বিভক্ত ও জেলা যুবদলের কমিটিতে স্থান নেওয়ার জন্য কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে নিজস্ব কিছু ছবি ব্যবহার করে পদ-পদবি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজস্ব ফায়দা লোটার চেষ্টা করছেন।
বিভিন্ন সিন্ডিকেটের প্রতিবাদ জানিয়ে হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জানান, বিগত ৭ বছর যাবৎ মেহেরপুরে জেলা যুবদলের দপ্তর সম্পাদক পদে তিনি দায়িত্বরত আছেন। দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন। সকল অত্যাচার নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, গত ২৪ মার্চ রাতে তার ফেসবুক আইডি থেকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, মেহেরপুর জেলায় কিছু দায়িত্বশীল এবং অতিউৎসাহী ব্যক্তি যুবদল বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে আসার জন্য নিয়মিত ষড়যন্ত্রে লিপ্ত। কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্স আহমেদ ইমরান কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে নিজস্ব কিছু ছবি ব্যবহার করে পদ-পদবি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঐক্যবদ্ধ যুবদলকে ভাঙতে চাই। জেলা বিএনপির নেতৃবৃন্ধদের বুড়ো আঙুল দেখিয়ে সে তার ফায়দা লুটতে চাই। মেহেরপুর জেলা যুবদল তার কারণে আজ চার ভাগে বিভক্ত। সে নিজ ক্ষমতায় জেলা যুবদলের সমস্ত ইউনিটের কমিটি এনে দেবে, তার আদেশ না চললে কেউ যুবদলের কমিটিতে থাকতে পারবে না। বর্তমানে জেলা যুবদলের সুবিধাবাদী, ভাসমান কয়েকজন কর্মীকে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছবির রাজনীতি করছে।
যে পোস্টের কারণে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার সভাপতির সম্মতি ছাড়াই কারো প্ররোচনা বা স্বার্থ হাসিলের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তিনি কোনো চিঠির মাধ্যমে নোটিশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ করেছে যা সম্পূর্ণ সাংগঠনিক আইন লঙ্ঘন। তিনি অবিলম্বে সাবেক এই নেতার কার্যক্রম, তার চলাফেরা, আয়ের উৎস তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এদিকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত একটি পত্রে গত ২৭ মার্চ বৃহস্পতিবার যুবদল নেতা কাওসার আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
কারণ দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই কাওসার আলীর পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করেছেন।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে,গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বর্হির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টি গোচর হয়েছে বিধায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা আগামী ১০ দিনের মধ্যে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হলো।
এদিকে যুবদলের কেন্দ্রীয় ফেসবুক পেইজে কারণ দর্শানোর নোটিশ পোস্ট করার পর অনেকেই নানা মন্তব্য করেছেন। এর মধ্যে মো: আরিফুল ইসলাম রবিউল মন্তব্য করেছেন কাওসার আলী একজন কর্মী হওয়ার যোগ্যতা রাখেনা অথচ সাধারণ সম্পাদক পদ দেয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান দায়িত্বশীল নেতা সে তার চিন্তা চেতনা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর বিষয়ে মন্তব্য করেছেন। অন্য বিষয়ে কেউ তার সাথে শেয়ার করেনি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী কারণ দর্শানোর নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াড় কথা স্বীকার করে বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী দিয়ে থাকছি। এসময় আমাদের সাথে বিভিন্ন নেতা কর্মী উপস্থিত থাকে। তেমনি একটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি রাকিবুল হোসেন রিপন। রিপনের সাথে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের একটি ছবি আর আমার সাথে ইফতারের একটি ছবি কেন্দ্রে পাঠিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আর এই কারণেই মূলত আমাকে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর