
বগুড়ার শেরপুরের নওদাপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ২৮ মার্চ শুক্রবার রাতে পিতা বাদী হয়ে সাকিবুল ইসলাম (১৪) সহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা যায়, শেরপুর উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ও পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ২৭ মার্চ শুক্রবার ইফতারের পর পাশে একটি দোকানে কিছু কিনতে যায়। এই সুযোগে প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম ওই ছাত্রীকে মোবাইলে গেম খেলার কথা বলে সন্ধ্যা ৭টার দিকে ডেকে অন্ধকারের গলিতে নিয়ে যায়। সেখানে তাকে যৌন-নিপীড়নের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত সাদিকুল ইসলাম পালিয়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রীর পিতা আবুল হাসান বাদী হয়ে গত শুক্রবার রাতে শেরপুর থানায় সাদিকুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন যৌন নিপীড়নের একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর