
রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়ায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ৯ টার দিকে বাবুপাড়া বড় ব্রিজের পশ্চিম পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী বাবুপাড়া গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।
জানা যায়, তানিয়া তার বোনের বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে ফেরার সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহ গামী সাঁটল ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ইতির ৮ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন বিষয় টা আমরা জানতে পেরে পুলিশ পাঠিয়েছি, তবে আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ করছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর