
জামালপুরের সরিষাবাড়ীতে ৭৮ কোটি ৪৯ লক্ষ ৯৭ হাজার ৭শ’ ২৩ দশমিক ৮৪৬ টাকায় সড়ক নির্মাণ কাজ নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে বলে জানা গেছে। শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান এ অভিযোগ করেন। প্রকল্পে জমি অধিগ্রহণ, রাস্তার বৈদ্যুতিক খুঁটি, মসজিদ, কবরস্থান অপসারণ, ব্যক্তি মালিকানাধীন ভূমি দাবি চলমান কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে তাদের অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জোনের জামালপুর সড়ক বিভাগাধীন “জামালপুর জেলার দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ৬ কিলো ৪০০মিটার সড়কের জন্য ৭৮ কোটি ৪৯ লক্ষ ৯৭ হাজার ৭শ’ ২৩ দশমিক ৮৪৬ টাকা নির্মাণ ব্যয় নির্ধারণ করে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ। প্রকল্পে ৯টি কালভার্ট এবং ৯টি ব্রিজ নির্মাণ করা হবে বলে জানা গেছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সড়ক জিএফডিপি (ইন্ট) শাখা’র প্রকল্পের প্যাকেজ নম্বর-পি ডব্লিউ-০২ এর ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনছুর সড়কটির নির্মাণ কাজ করছেন। সড়কটিতে স্থাপনা রয়েছে ৫০/৬০টি, বৈদ্যুতিক খুঁটি ৭০/৮০ টি, পারিবারিক কবর স্থান ৫/৬ টি এবং ৩টি জামে মসজিদ রয়েছে। এছাড়াও বৈদ্যুতিক পিলার সরানোর জন্য বিদ্যুৎ বিভাগকে নিয়মানুযায়ী অর্থ পরিশোধ করার পরও রাস্তার মাঝে বৈদ্যুতিক পিলার ঠায় দাঁড়িয়ে। যার ফলে সড়কটির কাজ নির্ধারিত সময়ে কাজ শেষ হবেনা বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে এ সড়কটির আওতায় ৪০% ভূমি মালিকদের টাকা এখনো পরিশোধ করা হয়নি বলেও ভূমি মালিকদের অভিযোগ রয়েছে। সড়ক নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে দ্রুত সমস্যা সমাধান করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপ জরুরি।
ট্রাক ড্রাইভার ইকবাল হোসেন বলেন, বাইপাস সড়কটি দ্রুত সময়ের মধ্যে শেষ হলে আরামনগর বাজার, শিমলা বাজার, বাসটার্মিনাল এলাকায় সড়কের চাপ কমবে।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, জমি অধিগ্রহণ, রাস্তার বৈদ্যুতিক খুঁটি, মসজিদ, কবরস্থান অপসারণ জটিলতায় সড়ক নির্মাণ স্থবির হয়ে পড়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যা নিরসন করার অনুরোধ জানাই। যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সড়ক নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নওয়াজিস রহমান বিশ্বাষ বলেন, জমি অধিগ্রহণ করার কাজটি শেষ না হওয়ায় সড়ক নির্মাণ কাজ করতে একটু সমস্যা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর