
চুয়াডাঙ্গার ওপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। আজ শনিবার তাপমাত্রা বিকাল ৩ টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস রেকর্ড করেছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।
বেলা বাড়ার সাথে সাথে তপ্ত রোদের গরমে হাঁসফাসঁ করছে জনজীবন। সকাল সাতটার পর থেকে তীব্র রোদে মানুষের শহরের আসার উপস্থিতি স্বাভাবিকভাবে কমে যাচ্ছে। আবার বিকালের দিকে মানুষের চলাচলের উপস্থিতি বাড়ছে। ঈদের কেনাকাটার প্রয়োজনে মানুষের গরমের অস্বস্তি আরও বাড়ছে। এই গরমের রোদ থেকে বাচঁতে সব শ্রেণির পেশার মানুষ শহরের কয়েকটি ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নিতে দেখা গেছে। এই গরমের সব থেকে বেশি কষ্ট পাচ্ছে রোজাদাররা। ইতিমধ্যে গরমের রোগবালাই বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়তে পারে সামনের দিনে। আগামী ঈদের আগে চুয়াডাঙ্গায় বৃষ্টির কোন আভাস নেই। এখন চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর