
বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন তিন ভাই নিহত হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা পিরোজপুরের মঠবাড়িয়ার টিটিকাটা এলাকার নাসির খানের ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুপুরে নিহত তিন ভাইয়ের মরদেহ উপজেলার গুলিশাখালী গ্রামের নানা বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। তাদের মরদেহ দেখে মা-বাবাসহ আশপাশের মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো একনজর দেখতে অসংখ্য মানুষ ওই বাড়িতে ভিড় করেন।
নিহত তিন ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা শিউলি বেগম। ঈদের আগ মুহূর্তে তিন সন্তানকে হারিয়ে বারবার কেঁদে উঠছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে মা শিউলি বেগম বলেন, আমার তো সব শেষ হয়ে গেল। দুই বছর আগে পানিতে ডুবে মারা গেল ছোট ছেলে। আজ মারা গেল একসঙ্গে তিনজন। হায়! আমার সন্তান কোথায় পাবো। বন্ধুর জন্য কেনা ঈদের জামা পৌঁছে দিতে গেল আর ফিরে আসলো না। এখন আসছে সবাই লাশ হয়ে।
নিহত তিন ভাইয়ের বাবা মো. নাসির খাঁন বলেন, আমি শ্রমিকের কাজ করি। বড় ছেলে শুভ ঢাকায় গার্মেন্টসে কাজ করে আমাদের সংসার চালাতো, বাকি দুইজন পড়াশোনা করতো। আমার চার সন্তানের একজন আগে মারা গেছে, আর এখন তিনজন একসঙ্গে দুর্ঘটনায় মারা গেলো। আমি পুরো অসহায় হয়ে গেলাম। আমার সংসার এখন কীভাবে চলবে। পৃথিবীতে কি নিয়ে বেঁচে থাকবো।
মামা বুলু হাওলাদার বলেন, ওরা সবাই ঢাকায় থাকে। বড় জন গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসেছিল। বড় ভাগনে নাঈমুজ্জামান শুভ তার বন্ধুর পরিবারের জন্য ঢাকা থেকে আনা ঈদের পোশাক পৌঁছে দিতে গিয়েছিল আজ। পথে সড়ক দুর্ঘটনায় তিনজনই মারা গিয়ে পরিবারটা পুরোপুরি নিঃস্ব হয়ে গেল।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত তিনজন আপন ভাই এবং পিরোজপুর জেলার বাসিন্দা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর