
শেরপুরের নালিতাবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, শুক্রবার বিকেলে উপজেলার বাঘবের ইউনিয়নের বাঘবের গ্রামের সুমন্ত বর্মণের বাড়ির কাছে ব্রিজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে শাহ আলম (৩৪), দাওয়াকুড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে তারেক আজিজ (৩৫) ও পলাশীকুড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে নজরুল ইসলাম (৩২)।
থানা পুলিশ জানায়, মাদক পাচার করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘবেড় গ্রামের জনকৈ সুমন্ত বর্মনের বাড়ির সামনের রাস্তার ব্রিজের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পাচারে জড়িত তিন মাদক পাচারকারীকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার হওয়া তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর